৭২ ঘণ্টায় আফগানিস্তানের ৫ প্রাদেশিক রাজধানী দখলে নিলো তালেবান

|

ত্র ৭২ ঘণ্টার ব্যবধানে আফগানিস্তানের ৫ টি প্রাদেশিক রাষ্ট্রের দখল নিলো তালেবানরা।

আফগানিস্তানের আরও তিনটি প্রাদেশিক রাজধানীর পতন হলো তালেবান বিদ্রোহীদের হাতে। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, রোববার (৮ আগস্ট) ২৪ ঘণ্টায় তালেবান বাহিনী কুন্দুজ, সার-ই-পল ও তাকহার প্রদেশের রাজধানী দখলে নেয়। এ নিয়ে মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে আফগানিস্তানের ৫ টি প্রাদেশিক রাষ্ট্রের দখল নিলো তালেবানরা।

কুন্দুজ দখলের পর এক বিবৃতি দিয়ে তালেবান বলেছে, মারাত্মক লড়াইয়ের পর মুজাহিদিনরা কুন্দুজের অধিকার ছিনিয়ে এনেছে। সার-ই-পল শহর ও সেখানকার সরকারি ভবন ও স্থাপনার নিয়ন্ত্রণও এখন মুজাহিদিনদের দখলে। 

এর আগে শনিবার (৭ আগস্ট) আফগানিস্তানের জাওজান প্রদেশের রাজধানী সেবারঘানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। তার আগের দিন শুক্রবার দখল নেয় দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ নিমরোজের রাজধানী জারাঞ্জ।

/এস এন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply