বৃষ্টিতে ধুয়ে গেল ট্রেন্টব্রিজ টেস্টের নাটকীয়তার মঞ্চ

|

ব্যালকনিতে দাঁড়িয়ে হয়তো বৃষ্টি থামার অপেক্ষায় ছিলেন কোহলি ও জাদেজা। ছবি: ক্রিকইনফো

আক্ষরিক অর্থেই যেন উত্তেজনায় জল ঢেলে দেবার ঘটনা ঘটলো ট্রেন্টব্রিজ টেস্টে। নাটকীয় সমাপ্তির সকল উপাদানই যখন মজুদ রাখা হয়েছিল কোহলি ও রুট বাহিনীর লড়াইয়ে, তখনই শেষ দিন ভেসে গেল অবিশ্রান্ত বৃষ্টিতে। ম্যাচ হলো ড্র।

ভারতের সামনে শেষ দিনে জয়ের জন্য দরকার ছিল ১৫৭ রান। আর ইংল্যান্ডের দরকার ছিল ৯ উইকেট। সিমিং কন্ডিশনে নিজেদের মেলে ধরার মতো ক্ষেত্র প্রস্তুতই ছিল অ্যান্ডারসন, ব্রডদের সামনে। আবার দ্বিতীয় ইনিংসে যে গতিতে ৫২ রান করে ফেলেছিল ভারত, তাতে শেষ দিনে ফেভারিটের আসনটা ছিল তাদেরই। আর টেস্টের সময় গড়ানোর সাথে সাথে উইকেটও হয়ে উঠছিল আরও বেশি ব্যাটিং উপযোগী। কোহলি বাহিনী তাই হতাশ না হয়েই পারে না।

কিন্তু এখন আর অনিশ্চয়তা নিয়ে আলোচনার সুযোগ থাকলো না। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হচ্ছে ভারত ও ইংল্যান্ডকে। দুর্দান্ত সেঞ্চুরি করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ইংলিশ অধিনায়ক জো রুট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply