ইনানীর গভীর বনাঞ্চলে সাড়ে ১১ ফুট লম্বা অজগর অবমুক্ত (ভিডিও)

|

কক্সবাজারের ইনানীর গভীর বনাঞ্চলে সাড়ে ১১ ফুট লম্বা অজগর অবমুক্ত।

 কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের ইনানীর গভীর বনাঞ্চলে সাড়ে ১১ ফুট লম্বা একটি অজগর অবমুক্ত করা হয়েছে।

রবিবার (৮ আগস্ট) বেলা আড়াইটার দিকে অজগরটি অবমুক্ত করে কক্সবাজার বনবিভাগ। শনিবার রাতে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের বড় ইনানীর লোকালয় থেকে অজগরটি উদ্ধার করা হয়। যা লম্বায় সাড়ে ১১ফুট এবং এর ওজন ২০ কেজি।

অবমুক্তের পর অজগরের গাছে উঠার ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

কক্সবাজার দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, বড় ইনানী সড়কের পাশে লোকালয়ে ঢুকে পড়া অজগরটি দেখতে পান স্থানীয়রা। এ সময় বনবিভাগকে খবর দিলে শনিবার রাতে সহকারী বন সংরক্ষক মো শামীম রেজা মিঠুর নেতৃত্বে বনকর্মী ও সিপিজি সদস্যরা অজগরটি উদ্ধার করে বনবিট কার্যালয়ে রাখেন।

এ সময় অজগরটিকে মুরগি খেতে দেয়া হয় বলে জানান তিনি। পরে রবিবার বেলা আড়াইটার দিকে অজগরটিকে ইনানীর গভীর বনাঞ্চলে অবমুক্ত করা হয়। 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply