চীনে করোনার প্রকোপ বাড়ায় পিছিয়ে গেল বেইজিং চলচ্চিত্র উৎসব

|

পিছিয়ে দেয়া হয়েছে বেইজিং চলচ্চিত্র উৎসব

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে চীনে। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় পিছিয়ে দেয়া হয়েছে বেইজিং চলচ্চিত্র উৎসব।

উৎসবের আয়োজকদের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে ১১তম বেইজিং চলচ্চিত্র উৎসব হওয়ার কথা ছিল ১৪ আগস্ট থেকে ২১ আগস্ট। সবার স্বাস্থ্য ও নিরাপত্তার কথা বিবেচনা করে উৎসব পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া নেয় আয়োজক কমিটি।

সাধারণত এই আয়োজন এপ্রিলে হলেও করোনাভাইরাসের প্রকোপ কমার আশায় আয়োজকরা কিছুটা পিছিয়ে গ্রীষ্মের শেষে করতে চেয়েছিলেন উৎসবটি। কিন্তু হিতে বিপরীত হলো।

নতুন করে শুরু হওয়া এই প্রকোপের নেপথ্যে রয়েছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট। চীনের নানজিং, বেইজিং ও চেংদুসহ আরও অন্তত ১৩টি শহরে ছড়িয়েছে করোনাভাইরাস।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply