কানে লাগানো ব্লু টুথ হেডফোন বিস্ফোরিত হয়ে তরুণের মৃত্যু

|

তারবিহীন হওয়ায় বর্তমানে বেশ জনপ্রিয় ব্লু টুথ হেডফোন। ছবি: সংগৃহীত।

কানে ব্লু টুথ হেডফোন লাগিয়ে পড়াশোনা করছিলেন এক তরুণ। কিন্তু এই ব্লু টুথ হেডফোনই কাল হলো তার। কানে লাগানো অবস্থাতেই সেটি বিস্ফোরিত হয়ে ক্ষতবিক্ষত হয়ে যায় তার দুই কান। হাসপাতালে মারা যান সেই তরুণ।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৭ আগস্ট) রাজস্থানের জয়পুরে এই দুর্ঘটনা ঘটে। ২৮ বছর বয়সের সেই তরুণের নাম রাকেশকুমার নাগার। বিস্ফোরণের পর অচেতন হয়ে গেলে তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। চিকিৎসকরা জানিয়েছেন, বিস্ফোরণে রাকেশের দুই কান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল।

দেশটির গণমাধ্যমগুলো বলছে, ভারতে এর আগে মোবাইল বিস্ফোরণ হলেও ব্লু টুথ হেডফোন বিস্ফোরণের ঘটনা এবারই প্রথম।

/এস এন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply