জিপিএ ৫ পাওয়ার প্রতিযোগিতা ঠেকাতে আসছে নতুন কারিকুলাম

|

জিপিএ দিয়ে মেধার প্রকৃত মূল্যায়ন করা যাবে না, বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি।

জিপিএ ৫ পাওয়ার প্রতিযেগিতামূলক প্রবণতা থেকে শিক্ষার্থীদের বের করে আনতে নতুন ধরনের শিক্ষাপদ্ধতি আনার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, জিপিএ দিয়ে মেধার প্রকৃত মূল্যায়ন করা যাবে না।

শনিবার (৭ আগস্ট) এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) একটি প্রকাশনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুুক্ত হয়ে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, কে কত জিপিএ পেয়েছে সেটি নিয়ে সবার উৎসাহ; এই প্রতিযোগিতা থেকে আমাদের শিক্ষার্থীদের বের করে আনা হচ্ছে। শিক্ষার্থীদের নিজেদের বিশেষ প্রতিভা বিকাশের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

আর এজন্য নতুন ধরনের পাঠ্যপুস্তক তৈরি করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। শিক্ষাব্যবস্থাপনায় কিছু ঘাটতি রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ঘাটতিগুলো চিহ্নিত করে সমাধান করা হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply