চীনকে তালেবানের প্রস্তাবে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ আফগানিস্তানের

|

বেইজিংয়ে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত জাভিদ আহমেদ কায়িম।

তালেবানের কোনো প্রতিশ্রুতিতে বিভ্রান্ত না হওয়ার ব্যাপারে চীনকে সতর্ক করেছে আফগানিস্তান। দেশটির গণতান্ত্রিক সরকারকে সমর্থন দিতে চীনের প্রতি আহ্বান জানান বেইজিংয়ে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত।

এক সাক্ষাৎকারে বেইজিংয়ে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত বলেন, তালেবানকে আমন্ত্রণ জানানোর বিষয়টি আগেই আফগান সরকারকে জানিয়েছিলো বেইজিং। তালেবানের সাথে বৈঠকের পরও চীনা পররাষ্ট্রমন্ত্রীর সাথে তাদের কথা হয়েছে বলে জানান তিনি।

আফগানিস্তানের গণতান্ত্রিক সরকারের সাথে চীনের সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, তালেবানদের জয় কট্টরপন্থি মতাদর্শেরই জয়।

সম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে বৈঠক করে তালেবান প্রতিনিধিরা। গোষ্ঠীটির তরফে আশ্বাস দেয়া হয়, আফগান ভূখণ্ডকে চীনবিরোধী কোনো তৎপরতার জন্য ব্যবহার করতে দেবে না তারা।

বৈঠকের এক সপ্তাহ পর প্রতিক্রিয়া জানালেন আফগান সরকারের কোনো প্রতিনিধি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply