ডেঙ্গু: একদিনে আরও ২০৪ জন হাসপাতালে

|

ফাইল ছবি।

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২০৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়া ২০৪ জনের মধ্যে ঢাকার ১৯৪ জন ও ঢাকার বাইরের ১০ জন। এছাড়া দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৯৯৭ জন ডেঙ্গু রোগী।

নগরভবনে এক ব্রিফিংয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, সামাজিক জনসচেতনতার মাধ্যমেই এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করতে হবে। বাসাবাড়ির আশপাশে কোথাও যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply