সাহারায় নৌকা ডুবে ৪২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা

|

অভিবাসন প্রত্যাশী বোঝাই একটি নৌকা ডুবে ৪২ অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা। ছবি: সংগৃহীত

পশ্চিম সাহারা অঞ্চলে অভিবাসনপ্রত্যাশী বোঝাই একটি নৌকা ডুবে ৪২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াকিং অ্যাক্রস বর্ডারস জানিয়েছে এ তথ্য।

ওয়াকিং অ্যাক্রস বর্ডারস জানায়, এদের মধ্যে ৮ শিশু ও ৩০ জন নারী রয়েছে। উপকূলীয় শহর দাখলা থেকে রওয়ানা দেয়ার কিছুক্ষণের মধ্যে খারাপ আবহাওয়ার কবলে পড়ে উল্টে যায় নৌকা। ১০ জনকে উদ্ধার করে স্থানীয় জেলেরা।

অন্যদিকে, স্পেনের গ্র্যান ক্যানারিয়া উপকূল থেকে উদ্ধার করা হয়েছে ৬৩ অভিবাসনপ্রত্যাশীকে। শুক্রবার তাদের উদ্ধার করা হয় বলে জানায় স্প্যানিশ কোস্টগার্ড। এদের মধ্যে ১১ জন শিশুও ছিল। ক্যানারিয়া দ্বীপ থেকে ৮ মাইল দূরে আটকা পড়েছিল অভিবাসনপ্রত্যাশীদের দলটি। নিরাপদে উদ্ধারের পর আরগুনেগুইন বন্দরে নিয়ে যাওয়া হয় তাদের। আফ্রিকা থেকে ইউরোপে প্রবেশে অনেকেই এ বিপজ্জনক সমুদ্রপথটি ব্যবহার করে। চলতি বছর এ পর্যন্ত ৫ হাজার ৭ শতাধিক অভিবাসনপ্রত্যাশী এই রুটে প্রবেশ করেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply