খেলার বাইরের অবহেলারও জবাব দিলেন সাকিব-মোস্তাফিজরা

|

অস্ট্রেলিয়ার সাথে প্রথম কোনো সিরিজ জিতলো বাংলাদেশ।

স্বভাবতই করোনা মহামারিতে বাংলাদেশের তুলনায় বাড়তি সচেতন অস্ট্রেলিয়া। তবে অজিদের অতিরিক্ত কড়াকড়ি নিয়ে সমালোচনাও কম হয়নি। বিসিবি চাইলেও আলাদাভাবে কোয়ারেন্টাইন করে মুশফিককে সিরিজে খেলতে দেয়নি অস্ট্রেলিয়া। বায়ো বাবলের দোহাই দিয়ে হাতও মেলায়নি বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে। তবে এসব কিছু ছাপিয়ে বড় হয়ে দেখা দিয়েছিল সিরিজের আগে বাংলাদেশকে নিয়ে একটি কথাও না বলা। সিরিজের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ শব্দটিই এড়িয়ে গিয়েছিলেন অজি অধিনায়ক!

আগের দুই ম্যাচে বাংলাদেশের ড্রেসিংরুমের সামনে গিয়ে তালির মাধ্যমে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছিল অজিরা। শুক্রবার ঘটলো উল্টো ঘটনা। সিরিজ জয়ের পর অধিনায়ক মাহমুদউল্লাহর নেতৃত্বে অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমের সামনে গিয়ে হাততালি দিয়ে এসেছে বাংলাদেশ। শুভেচ্ছা জানাতে গেলেও এটি যেন আরও বেশি কিছু ছিল। অনেক অবহেলারই যেন জবাব দিলেন মোস্তাফিজরা।

টি-টোয়েন্টির যাত্রা শুরুর পর এবারই প্রথম অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বি-পাক্ষিক সিরিজে এই সংস্করণে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। বরাবরই বাংলাদেশের বিপক্ষে খেলতে অনীহা দেখিয়েছে অজিরা। এমনকি এবারের সিরিজটি দেখানো হচ্ছে না অস্ট্রেলিয়ায়। বাংলাদেশকে যথাযথ গুরুত্ব দিলে বিষয়গুলো অন্যরকম হতে পারতো। খেসারত নগদেই দিতে হলো অজিদের। টানা ৩ ম্যাচে অস্ট্রেলিয়াকে উড়ে দিয়ে হুংকারই ছাড়লো যেন অবহেলিত টাইগাররা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply