রাজের সদস্যপদ স্থগিত করলো টেলিপ্যাব

|

স্পর্শকাতর সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার হওয়ায় প্রযোজক নজরুল ইসলাম রাজের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব)।

শুক্রবার (৬ আগস্ট) টেলিপ্যাবের সভাপতি ইরেশ জাকের ও সাধারণ সম্পাদক সাজু মুনতাসির স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  টেলিপ্যাবের সংবিধান পরিপন্থী হওয়ায় তারা সাংগঠনিক ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টেলিপ্যাব কখনও কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। আদালত কর্তৃক নির্দোষ প্রমাণ হলে রাজ স্বপদে পুনর্বহাল হবেন। অন্যথায় স্থায়ীভাবে তিনি টেলিপ্যাবের সদস্যপদ হারাবেন।

বুধবার (৪ আগস্ট) রাতে প্রযোজক, অভিনেতা ও রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজের বাসায় অভিযান চালিয়ে দুই সহযোগীসহ তাকে আটক করেছে র‍্যাব। তার বাসা থেকে বিপুল পরিমাণ মদ, ইয়াবা, বিয়ার ও সিসা তৈরির সরঞ্জাম জব্দ করার কথা জানিয়েছে র‍্যাব। তিনি এখন রিমান্ডে আছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply