টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

|

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ।

টানা পাঁচ ম্যাচে টস হারের পর এবার টসে জিতলেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সিরিজ জেতার লক্ষ্য সামনে রেখে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বৃষ্টির কারণে টস পিছিয়ে যথাসময়ে না হয়ে দেড় ঘণ্টা পর সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হয়।

খেলা শুরু হবে সন্ধ্যা সাতটা ১৫ মিনিটে। খেলায় কমেনি কোনো ওভার, পুরো ২০ ওভারই খেলা হবে। তবে কমানো হয়েছে দুই ইনিংসের মাঝের সময়। ইনিংস বিরতিতে মাত্র ১০ মিনিট সময় পাবেন খেলোয়াড়রা।

বাংলাদেশ প্রথম দুই ম্যাচের দলই অপরিবর্তিত রেখে মাঠে নামছে। দুইজন বিশেষজ্ঞ স্পিনারের সাথে দুইজন পেসার এবং অলরাউন্ডার সাকিব আল হাসানের সমন্বয়ে বাংলাদেশ স্কোয়াডে পাঁচজন বোলারই থাকছে আগের ম্যাচগুলোর মতো।

তবে অস্ট্রেলিয়া দলে এসেছে তিন পরিবর্তন। অজি একাদশে অভিষেক হয়েছে ন্যাথান এলিসের। বাদ পড়েছেন অ্যান্ড্রু টাই ও মিচেল স্টার্ক। আর ফিলিপস এর পরিবর্তে খেলছেন বেন ম্যাকডারমট।

এদিকে, সিরিজের প্রথম দুই ম্যাচ দারুণভাবে জিতে নিয়ে সিরিজে ২-০ তে এগিয়ে আছে বাংলাদেশ। এই ম্যাচ জিতলে অস্ট্রেলিয়ার সাথে টি-টোয়েন্টি সিরিজ জিতে নেয়ার ইতিহাস গড়বে টাইগাররা।

কড়া নিয়মের বেড়াজালে আটকা টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে প্রথম দুই ম্যাচে দলীয় পারফরম্যান্সে নাকানি-চুবানি খাইয়েছে বাংলাদেশ। তবে আগের দুই ম্যাচ জিতে সিরিজ জয়ের স্বপ্ন জাগানোতে ভূমিকা রাখতে পারেনি বাংলাদেশের ওপেনিং জুটি। আজকের সিরিজ জিতে নেয়ার ম্যাচে তাদের জ্বলে ওঠার দিকে তাকিয়ে থাকবে সারাদেশ।

/এস এন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply