ইতিহাস গড়ার ম্যাচে জ্বলে উঠতে হবে ওপেনারদের

|

সৌম্য ও নাঈমের ওপেনিং জুটি। ছবি: সংগৃহীত।

কড়া নিয়মের বেড়াজালে আটকা টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে প্রথম দুই ম্যাচে দলীয় পারফরম্যান্সে নাকানি-চুবানি খাইয়েছে বাংলাদেশ। আজ সন্ধ্যা ৬ টায় অস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়ে ইতিহাস গড়ার লড়াইয়ে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে টাইগাররা। আগের দুই ম্যাচ জিতে সিরিজ জয়ের স্বপ্ন জাগানোতে ভূমিকা রাখতে পারেনি বাংলাদেশের ওপেনিং জুটি। আজকের সিরিজ জিতে নেয়ার ম্যাচে তাদের জ্বলে ওঠার দিকে তাকিয়ে থাকবে সারাদেশ।

প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টিতে দল জয় পেলেও দায়িত্ব নিতে পারেননি সৌম্য ও নাঈম। প্রথম ম্যাচে সৌম্য আর দ্বিতীয় ম্যাচে দুইজনই আউট হয়ে গেছেন উইকেটে সেট হওয়ার আগে। ফলে, দলের ওপর চাপ বেড়েছে। সেই চাপ সামলাতে হয়েছে মিডল অর্ডারকে।

প্রথম দুই ম্যাচেই দৃষ্টিকটুভাবে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে ম্যান অব দ্য সিরিজ হয়ে দারুণ ফর্মে থাকা সৌম্য সরকার। প্রথম ম্যাচে মাত্র ২ রানে ফেরেন তিনি। আর দ্বিতীয় ম্যাচে খুলতেই পারেননি রানের খাতা।

এদিকে, নিজের জাত চেনাতে পারেননি নাঈম শেখও। প্রথম ম্যাচে ভাল করার আভাস দিলেও শেষ পর্যন্ত আউট হয়ে যান ৩০ রানে। আর দ্বিতীয় ম্যাচে মাত্র ৩ রানে বোল্ড হয়ে ধরেন ড্রেসিংরুমের পথ।

পাঁচ ম্যাচের এই সিরিজের প্রথম দুই ম্যাচে বাংলাদেশের কাছে ধরাশায়ী অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়াতে চাইবে প্রবলভাবে। কন্ডিশন যতই কঠিন হোক, আর মুস্তাফিজ যতই কাটার মারুক মিচেল মার্শ আর এডাম জাম্পারা লড়ে যাবে শেষ পর্যন্ত।

তাই আগে ব্যাটিংয়ে নেমে বড় রান গড়া কিংবা অস্ট্রেলিয়া বড় রানের টার্গেট দিলে সেই রান তাড়া করতে দায়িত্ব নিতে হবে ওপেনিং জুটিকে। সৌম্য-নাঈমরা জ্বলে উঠলে কাজ সহজ হয়ে যাবে সাকিব আফিফদের জন্য।

/এস এন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply