যুক্তরাষ্ট্রে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ মানুষ আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে

|

যুক্তরাষ্ট্রে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ মানুষ আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ মানুষ আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। বৃহস্পতিবারও দেশটিতে ১ লাখ ২১ হাজার মানুষের দেহে মিললো ভাইরাসের উপস্থিতি।

ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তারে টিকা না নেয়া মানুষরা আক্রান্ত হচ্ছেন বেশি। যার ফলে, মার্কিন মূলুকে মহামারির নতুন ঢেউ দেখা দিয়েছে। জরিপ অনুসারে যুক্তরাষ্ট্রে গেলো এক সপ্তাহে প্রতিদিন গড়ে শনাক্তের সংখ্যা সাড়ে ৯৪ হাজারের ওপর। একমাস আগেও সংখ্যাটি ছিলো ১০-১৫ হাজারের মতো। আশঙ্কা- অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে চলতি মাসেই দৈনিক শনাক্তের সংখ্যা দু’লাখ ছাড়াতে পারে যুক্তরাষ্ট্রে।

দেশটির রোগ ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সিডিসি (CDC) জানিয়েছে, নতুন শনাক্তের ৮৩ শতাংশই ভারতীয় প্রজাতির করোনা। যাদের মধ্যে ৯৫ ভাগ মানুষ নেননি ভ্যাকসিন। দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোয় টিকাদানের হার কম। তাই টেক্সাস-ফ্লোরিডা ও লুইজিয়ানায় নতুন শনাক্ত সর্বোচ্চ।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply