পাল্টাপাল্টি হামলায় উত্তাল ইসরায়েল-লেবানন সীমান্ত

|

পাল্টাপাল্টি হামলায় উত্তাল ইসরায়েল-লেবানন সীমান্ত

ছবি: সংগৃহীত

পাল্টাপাল্টি হামলায় উত্তাল ইসরায়েল-লেবানন সীমান্ত। বিস্তৃত এলাকায় আগুন ছড়ালেও, কোনপক্ষ থেকেই হতাহতের খবর মেলেনি।

লেবানন থেকে ছোড়া তিনটি রকেটের জবাবে, ইসরায়েল থেকে দু’দিন যাবৎ গোলাবর্ষণ করা হচ্ছে। বুধবার ইহুদি ভূখণ্ডে রকেট হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। ইরানের মদদপুষ্ট হিজবুল্লাহ গেরিলাদের প্রতি ইঙ্গিত।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, জবাবে লেবাননের বেশকিছু পয়েন্টে গোলাবর্ষণ করা হচ্ছে।

গেলো সপ্তাহে ওমান উপসাগরের ইসরায়েলি জ্বালানি ট্যাংকারে হামলার জন্য ইরানকে দোষারোপের পরই শুরু হলো পাল্টাপাল্টি অভিযান।

২০০৬ সালে, প্রতিবেশীদের মধ্যে সংঘাতে প্রাণ হারান ১২শ’ লেবানিজ এবং ১৬০ ইসরায়েলি।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply