মাছের মুখে অবিকল মানুষের মতোই সারি সারি দাঁত

|

সেই মাছের ছবি। সংগৃহীত

ঠিক মানুষের মতো উপরের পাটিতে এক সারি আর নিচের পাটিতে এক সারি দাঁত রয়েছে মাছটির।
দাঁতগুলো দেখতে অবিকল মানুষের দাঁতের মতো। সম্প্রতি এমন মাছ ধরা পড়েছে যুক্তরাষ্ট্রের এক ব্যক্তির জালে।

জেনেট পিয়ার নামে একব্যক্তি ফেসবুকে ওই মাছটির ছবি পোস্ট করলে তা ভাইরাল হয়।

জানা গেছে, এই প্রজাতির মাছের নাম ‘শিপশিড’। গায়ে সাদা-কালো দাগ থাকায় ‘কনভিক্ট’ নামেও ডাকা হয় এই মাছকে। সাধারণত উত্তর ক্যারোলিনার সমুদ্রে এই ধরনের মাছ পাওয়া যায়।

মৎস্য বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ধরনের মাছ মানুষের মতোই সর্বভুক। এদের ওজন সাধারণত আড়াই থেকে সাত কেজি পর্যন্ত হতে পারে। উত্তর ক্যারোলিনা ছাড়া বিশ্বের খুব কম জায়গায় এই প্রজাতির মাছ দেখা যায়। সামনের সারির বড় আকারের দাঁত শামুক, ঝিনুকের খোলা ভাঙতে ব্যবহার হয় বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply