শপথ গ্রহণের পরই ইরানের নতুন প্রেসিডেন্টের হুঁশিয়ারি

|

ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রঈসি। ছবি: সংগৃহীত

ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা যেকোনো মূল্যে প্রত্যাহার করতে হবে। এ ব্যাপারে শত্রুদের কোনো হস্তক্ষেপ সহ্য করবে না দেশটির সরকার, এমন হুঁশিয়ারি দিলেন ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রঈসি।

বৃহস্পতিবার (৫ আগস্ট) শপথ গ্রহণ করেন ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রঈসি। ইরানের পার্লামেন্টে তার অভিষেক অনুষ্ঠানে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানিসহ অন্যান্য বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন।

শপথবাক্য পাঠের পর, সংবিধান সমুন্নত রাখার অঙ্গিকার করেন এই কট্টরপন্থী রাষ্ট্রপ্রধান। জানান দেন-প্রতিবেশীদের প্রতি সহানুভূতিশীল থাকলেও, কারো অযাচিত হস্তক্ষেপ সহ্য করা হবে না। আঞ্চলিক শান্তি-সুরক্ষা বজায়ে সবসময়ই তৎপর থাকবে ইরান।

ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রঈসি বলেন, ইরানিদের ওপর চাপানো নিষেধাজ্ঞা প্রত্যাহার করতেই হবে। সেটি ফলপ্রসূ করতে যেকোনো কূটনৈতিক পরিকল্পনাকে সমর্থন জানাবে নতুন সরকার। আঞ্চলিক শান্তি বজায় রাখতে, প্রতিবেশীদের প্রতি থাকবে বন্ধুত্বপূর্ণ এবং ভ্রাতৃতুল্য সম্পর্ক। শত্রুদের কোন হস্তক্ষেপ বিনষ্ট করতে পারবে না আঞ্চলিক নিরাপত্তা।

এদিকে, শিগগিরই ঐতিহাসিক পরমাণু শান্তি আলোচনায় দেশটির নতুন সরকারকে ফেরার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply