‘সরকারের ব্যর্থতা ঢাকতেই মদ-ইয়াবা ও এলএসডির নাটক করছে প্রশাসন’

|

ঠাকুরগাঁওয়ে ভার্চুয়ালি করোনা হেল্প সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে বিএনপি নেতারা।

করোনায় করোনার সময় স্বাস্থ্যখাতে সরকারের ব্যর্থতা ঢাকতেই মদ, ইয়াবা ও এলএসডির নাটক করছে প্রশাসন। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে ঠাকুরগাঁওয়ে ভার্চুয়ালি করোনা হেল্প সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের এই নোংরামি আগে থেকেই চলছে। কিন্তু সরকার সুবিধাজনক সময়ে গণমাধ্যমকে অন্যদিকে ব্যস্ত রাখছে। এসব চরিত্র সরকারের লোকজনই সৃষ্টি করেছে। হাসপাতালে জায়গা না পেয়ে মানুষ যখন রাস্তা ঘাটে মরছে, সরকার তখন মদ-ইয়াবা নিয়ে ব্যস্ত বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলের অন্যতম একটি উদ্দেশ্য হলো মানুষের পাশে থাকা। বিএনপি সেটাই করার চেষ্টা করে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply