টোকিও অলিম্পিকের পদক তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে চীন

|

ছবি: সংগৃহীত

টোকিও অলিম্পিকের পদক তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে চীন। ৩২টি স্বর্ণ আর ২৩টি রৌপ্য ও ১৬টি ব্রোঞ্জসহ ৭১টি পদক জিতেছে দেশটি।

২৭ স্বর্ণ, ৩৩টি রৌপ্য ও ২৩ ব্রোঞ্জসহ মোট ৮৩টি পদক জিতে তালিকার ২য় স্থানে আছে যুক্তরাষ্ট্র। স্বাগতিক জাপান আছে তিন নম্বরে। ২১ স্বর্ণ, ৭ রৌপ্য আর ১২টি ব্রোঞ্জ আয়োজকদের। ১৫টি স্বর্ণ জিতে ৪র্থ স্থানে আছে ব্রিটেন। আর ১৫টি স্বর্ণ জিতে ৫ নম্বরে অস্ট্রেলিয়া।

এদিকে, ছয় নম্বরে থাকা রাশিয়ার স্বর্ণ ১৪টি। ৯টি স্বর্ণ নিয়ে জার্মানি আছে সাতে। টপ টেনের শেষ তিন দল ইতালি, ফ্রান্স ও নেদারল্যান্ডস সমান ৬টি করে স্বর্ণ জিতেছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply