চলমান বিধিনিষেধ ১০ আগস্ট পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

|

চলমান বিধি-নিষেধ ১০ আগস্ট পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

ছবি: সংগৃহীত

চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ ৫ আগস্ট রাত ১২টা থেকে ১০ আগস্ট রাত ১২টা পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, শিল্প কলকারখানা কঠোর বিধিনিষেধের আওতা বহির্ভূত থাকবে। এছাড়া স্বাস্থ্যবিধি অনুসরণ করে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করবে।

এর আগে গত ৩ আগস্ট মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয়ের সভায় তিনি জানান, ১১ আগস্ট থেকে খুলবে সব ধরনের সরকারি-বেসরকারি অফিস, দোকানপাট, শপিংমল, চলবে গণপরিবহন। স্বাস্থ্যবিধি মেনে ধীরে ধীরে খুলবে সবই।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply