বাঁকিতে মুরগি কিনে টাকা পরিশোধ না করায় কান কেটে দিলো বিক্রেতা

|

আহত আলিমুদ্দীন।

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:

নওগাঁয় বাঁকিতে মুরগি ক্রয় করে পরবর্তীতে টাকা পরিশোধ না করায় এক ব্যক্তির কান কেটে দেয়ার অভিযোগ উঠেছে সবুজ হোসেন নামের এক মুরগি ব্যবসায়ীর বিরুদ্ধে।

মঙ্গলবার (৩ আগস্ট) মান্দা উপজেলার বাদলঘাটা গ্রামে এ ঘটনাটি ঘটে। আহত আলিমুদ্দীন (৩৯) বাদলঘাটার মোল্লাপাড়া গ্রামের ছহির উদ্দিনের ছেলে। এ ঘটনায় মান্দা থানায় মঙ্গলবার রাতেই ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, আহত আলিমুদ্দীন প্রায় দুই মাস আগে বাদলঘাটা গ্রামের সবুজ হোসেন মোল্লার দোকান থেকে একটি টারকি মুরগি বাঁকিতে কিনেন। পরবর্তীতে টাকা দাবি করলে ক্রেতা আলিমুদ্দীনের সঙ্গে দোকানদার সবুজের বাকবিতণ্ডা ও বিরোধের সৃষ্টি হয়।

ঘটনার জের ধরে মঙ্গলবার বিকেলে স্থানীয় বাজারে যাওয়ার পথে আলিমুদ্দীনের পথরোধ করে দোকানদার সবুজ হোসেন। এক পর্যায়ে পলাশ, ভুট্টু, হানিফ, সাইফুল ও নওসাদ দোকানদার সবুজের সঙ্গে যোগ দিয়ে আলিমুদ্দীনকে মারধর করে। এসময় রাগের বশবর্তী হয়ে সবুজ হোসেন কামড় দিয়ে আলিমুদ্দীনের ডান কান কেটে দেয়।

পরে স্থানীয়রা আলিমুদ্দীনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনাটি সম্পর্কে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply