ডমিনিক প্রজাতন্ত্রে সোয়াইন ফ্লু ঠেকাতে হাজার হাজার শূকর হত্যার সিদ্ধান্ত

|

ডমিনিক প্রজাতন্ত্রে সোয়াইন ফ্লু ঠেকাতে হাজার হাজার শূকর হত্যার সিদ্ধান্ত। ছবি: সংগৃহীত

ক্যারিবীয় অঞ্চলের দেশ ডমিনিক প্রজাতন্ত্রে হঠাৎ করে ছড়িয়েছে সোয়াইন ফ্লু’র প্রকোপ। বিস্তার ঠেকাতে হাজার হাজার শূকর হত্যার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটির ৩২ প্রদেশের মধ্যে ১১টির খামারেই আফ্রিকান সোয়াইন ফিভারের উপস্থিতি পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের গবেষণাগারে বিষয়টি নিশ্চিত হওয়ার পর সংক্রমণ ঠেকাতে তৎপর হয়েছে ডমিনিক প্রজাতন্ত্র। কয়েকদিন ধরেই, বিভিন্ন খামারে শূকরের অসুস্থতা দেখা দিচ্ছে। মারাও গেছে বেশ কিছু প্রাণী।

কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্ত এলাকায় খামারের সব শূকর হত্যা করা ছাড়া বিস্তার ঠেকানোর আর কোনো রাস্তা নেই। হত্যার পর খামারীদের বাজারদর অনুসারে মূল্য পরিশোধ করবে সরকার।

যদিও, সোয়াইন ফ্লু’র প্রভাবে কোটি কোটি ডলার ক্ষতির আশঙ্কা দেশটির শূকর খামারীদের। মানুষের জন্যেও প্রাণঘাতী হতে পারে সোয়াইন ফ্লু।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply