রাখাইনে জাতিসংঘের ত্রাণ সহায়তা স্থগিত

|

মিয়ানমারের সংঘাত কবলিত রাজ্য রাখাইনে, ত্রাণ সরবরাহ স্থগিত করলো জাতিসংঘের খাদ্য বিষয়ক সংস্থা। ফলে অনিশ্চয়তায় পড়েছে প্রায় আড়াই লাখ রোহিঙ্গা মুসলিম।

শনিবার, এক বিবৃতিতে ডব্লিউ.এফ.পি জানায়, ভিসা জটিলতা ও ত্রাণকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে নেয়া হয়েছে এ সিদ্ধান্ত। রোহিঙ্গাদের জন্য খাদ্য বিতরণ সাময়িক বন্ধ হলেও, শিগগিরই তা আবার চালু করার চেষ্টা চলছে বলেও জানিয়েছে জাতিসংঘ। এদিকে, বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, সন্ত্রাসীদের খোঁজার অজুহাতে রোহিঙ্গা গ্রামগুলোতে অভিযান চালাচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী। জ্বালিয়ে দেয়া হচ্ছে রোহিঙ্গাদের বাড়িঘর। জাতিসংঘের হিসেবে, নির্যাতনের মুখে, গেল এক সপ্তাহে প্রায় ৬০ হাজার রোহিঙ্গা পালিয়ে এসেছে বাংলাদেশে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply