বাংলাদেশের সামনে টার্গেট ১২২

|

মোস্তাফিজের কাটারে ডিগবাজি খাচ্ছে অজি দলপতি ম্যাথু ওয়েডের স্ট্যাম্প।

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২০ ওভারে ৭ উইকেটে ১২১ রান।

বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে অজিদের রানের গতি পুরো ইনিংস জুড়েই ছিল মন্থর। মিচেল মার্শ ও মজেস হেনরিকসের দুটো মাঝারি ইনিংসে বড় সংগ্রহের আশা জাগিয়েও তা আর ধরে রাখতে পারেনি অস্ট্রেলিয়া। ইনিংসের মাঝের ওভারগুলোয় সাকিব ও মেহেদির দারুণ বোলিংয়ের পর স্লগ ওভারে রীতিমতো দূর্বোধ্য হয়ে ওঠেন মোস্তাফিজ ও শরিফুল। মোস্তাফিজ ২৩ রানে ৩ এবং শরিফুল নেন ২৭ রানে ২ উইকেট।

বাংলাদেশের ব্যাটারদের সামনে এখন দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেয়ার সুযোগ। স্টার্ক, হ্যাজলউডদের সামলে এই মাঝারি টার্গেট অতিক্রম করতে পারে কিনা সাকিব, মাহমুদউল্লাহরা – সেটাই এখন দেখার বিষয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply