রূপগঞ্জে লেদার কারাখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট

|

রূপগঞ্জে লেদার কারাখানায় আগুন।

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জের এন হোসেন স্পিনিং এন্ড কটন মিলের লেদার সেকশনে আগুনের সূত্রপাত ঘটেছে।

বুধবার (০৪ আগস্ট) সকালে সাড়ে এগারোটার দিকে কারখানায় আগুন দেখতে পেয়ে কারখানার ভেতরে থাকা শ্রমিকেরা নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরবর্তীতে আগুন বড় আকার ধারণ করলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।

ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে দিয়েছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। যেখানে কাজ করছে ডেমরা, সোনারগাঁ, কাঞ্চন, বন্দরসহ ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট।

সোনারগাঁ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার তানহারুল ইসলাম জানান, আগুন নেভানোর কাজ শুরু হয়েছে। তিনি আরও জানান, ভেতর থেকে অনেক ধোঁয়া বের হচ্ছে।

ফায়ার সার্ভিসের ঢাকা কন্ট্রোলরুম থেকে জানানা হয়েছে ঢাকা, নারায়ণগঞ্জ, ডেমরাসহ বিভিন্ন ইউনিট থেকে ১১-১২টি ইউনিটকে খবর দেয়া হয়েছে। তারা ঘটনাস্থলে যাচ্ছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply