চাঁপাইনবাবগঞ্জে বরযাত্রীদের ওপর বজ্রপাত, অন্তত ১৭ জনের মৃত্যু

|

প্রতীকী ছবি।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীর পাড়ে বজ্রপাতে অন্তত ১৭ জন মারা গেছেন। তারা সবাই একটি বরযাত্রী দলের সদস্য ছিলেন। বৃষ্টির সময় ঘাট পার হওয়ার জন্য তারা ঘাটের একটি ঘরে অবস্থানকালে করছিলেন।

বুধবার (৪ আগস্ট) দুপুরের দিকে এই বজ্রপাতের ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত আরও পাঁচজনকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা।

ওই বরযাত্রী দলের সদস্যরা দুই দিন আগে হওয়া বিয়ের বরকে কনের বাড়ি থেকে আনতে যাচ্ছিলেন বলে জানা গেছে। পদ্মা নদীর ঘাটে পৌঁছানোর পর বৃষ্টি নামলে তারা ঘাটের ইজারাদারদের একটি ঘরে আশ্রয় নিয়েছিলেন। তখনই ওই বজ্রপাতের ঘটনা ঘটে। তে তাৎক্ষণিকভাবে সেখানেই ১৪ জন মারা যান বলে জানিয়েছেন শিবগঞ্জের নির্বাহী কর্মকর্তা।

ওই বরযাত্রী দলে মোট কতজন সদস্য ছিল তা এখনও জানা যায়নি। যারা মারা গেছেন তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

নিহতদের লাশ পুলিশ ও ফায়ার সার্ভিসের তত্ত্বাবধানে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এস এন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply