বিশ্বজুড়ে করোনা আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ হাজারের মৃত্যু

|

ছবি: সংগৃহীত

এক মাস পর আবারও ২৪ ঘণ্টায় আবারও ১০ হাজারের মতো মৃত্যু দেখলো বিশ্ব। অন্যদিকে, বিশ্বজুড়ে করোনাভাইরাসে সংক্রমণ শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ২০ কোটি। আর ভাইরাসটির কারণে মোট প্রাণহানি হয়েছে সাড়ে ৪২ লাখ ৬০ হাজারের কাছাকাছি।

দৈনিক প্রাণহানির দিক থেকে এখনও শীর্ষে ইন্দোনেশিয়া। মঙ্গলবার (৩ আগস্ট) দেশটিতে ১৬শ’র মতো মানুষ মারা গেছেন করোনার প্রকোপে। নতুনভাবে ৩৪ হাজারের মতো মানুষের দেহে শনাক্ত হয়েছে ভাইরাসটি। দ্বিতীয় অবস্থানে ব্রাজিল। লাতিন দেশটিতে এদিন মৃত্যুবরণ করেন ১২শ’ ৩৮ জন।

অবশ্য দৈনিক সংক্রমণ শনাক্তের দিক দিয়ে সবার উপরে যুক্তরাষ্ট্র। ফেব্রুয়ারি মাসের পর একদিনে লাখের বেশি মানুষের দেহে মিললো করোনা। প্রাণ হারান ৫১৬ জন। স্বাস্থ্যবিদরা আশঙ্কা করছেন, ডেল্টা ভ্যারিয়েন্টের কারণেই বাড়ছে বিস্তার।

এছাড়াও, করোনাভাইরাসে এদিন রাশিয়ায় ৭৮৮, ভারতে ৫৬১ ও দক্ষিণ আফ্রিকায় ৫৫৫ জনের মৃত্যু হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply