অস্বাভাবিক তুষারঝড়ে ইউরোপের বিভিন্ন দেশে ৬০ জনের মৃত্যু

|

অস্বাভাবিক তুষারঝড় ও শীতের তীব্রতায় ইউরোপের বিভিন্ন দেশে মৃতের সংখ্যা ৬০ ছাড়িয়েছে। শুধু পোল্যান্ডেই মৃত্যু হয়েছে অন্তত ২৩ জনের। দেশটিতে তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াস।

সাইবেরিয়ার হিমশীতল বাতাসে কাঁপছে ইউরোপের মূল ভূখণ্ড থেকে শুরু করে ভূমধ্যসাগরের দক্ষিণ উপকূলীয় এলাকাও। দক্ষিণ থেকে তুষারঝড় ‘এমা’র আঘাতে যুক্তরাজ্য, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে, বেলজিয়াম, ফ্রান্স, সুইজারল্যান্ড, ইতালি, স্পেন, লিথুয়ানিয়া, স্লোভাকিয়া, চেক প্রজাতন্ত্র, রোমানিয়া, সার্বিয়া, স্লোভেনিয়াসহ বিস্তীর্ণ অঞ্চল ঢেকে গেছে পুরু তুষারে। অসংখ্য বাড়িঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ভেঙে পড়েছে সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা। ফ্লাইট বাতিল হওয়ায় ডাবলিনসহ বেশ কিছু বিমানবন্দরে আটকা পড়েছে হাজারো যাত্রী।

আয়ারল্যান্ডে বন্ধ রয়েছে সব স্কুল। শীত শেষের তুষারঝড়ের আঘাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব উপকূলীয় অঞ্চলও। বস্টনে মৃত্যু হয়েছে একজনের।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply