আদালতে তোলা হচ্ছে হেলেনা জাহাঙ্গীরকে।
আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটি থেকে সদ্য পদ হারানো হেলেনা জাহাঙ্গীরের প্রতারণা ও টেলিযোগাযোগ আইনের পৃথক দুই মামলায় আরও ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৩ আগস্ট) বিকেলে হেলেনা জাহাঙ্গীরকে ঢাকার সিএমএম কোর্ট আদালতে তোলা হলে আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। রাজধানীর পল্লবী থানায় প্রতারণা ও টেলিযোগাযোগ আইনে দায়ের করা পৃথক দুই মামলায় তার এই রিমান্ড আদেশ দেয়া হয়। গুলশানে তার বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে আবারও আদালতে তোলা হবে।
এর আগে গত ৩০ জুলাই ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হেলেনা জাহাঙ্গীরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত।
/এস এন
Leave a reply