কোস্টগার্ডের অভিযানে হরিণের মাংসসহ চোরাশিকারি আটক

|

হরিণের মাংসসহ আটক চোরাশিকারী।

নিজস্ব প্রতিনিধি:

খুলনার কয়রায় অভিযান চালিয়ে ৯ কেজি ৯০০ গ্রাম কেজি হরিণের মাংসসহ এক চোরাশিকারিকে আটক করেছে কোস্টাগার্ড পশ্চিম জোনের সদস্যরা। আটককৃত ব্যক্তির নাম মো. আল-আমিন হোসেন (২১)। সে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার লক্ষীখোলা গ্রামের মুসা ঢালীর ছেলে।

সোমবার (২ আগস্ট) রাতে খুলনা জেলার কয়রা উপজেলার ঘড়িলাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় ৯ কেজি ৯০০ গ্রাম হরিণের মাংসসহ একজন হরিণ শিকারিকে আটক করা হয়। আটককৃত হরিণ শিকারির মতই কিছু অসাধু ব্যক্তিরা তাদের নিজ স্বার্থ হাসিলের জন্য বিভিন্নভাবে এ সকল অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে যার কারণে সুন্দরবনের প্রাণিসম্পদ বিলুপ্তির পথে।

জব্দকৃত অবৈধ হরিণের মাংস এবং আটককৃত হরিণ শিকারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোবাদক ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

/এস এন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply