বঙ্গবন্ধুর নামে বাঁশের মাচা তৈরি করে যুবলীগ নেতা বহিষ্কার

|

নেতাকর্মীদের নিয়ে ফিতা কেটে খলিল এই মাচা উদ্বোধন করেন।

বগুড়া ব্যুরো:

বগুড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বাঁশের মাচা তৈরি করে সংগঠনের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার হয়েছেন বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়ন যুবলীগের এক নেতা। তার নাম আনিছার রহমান খলিল।

সোমবার (২ আগস্ট) রাতে তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়।

স্থানীয়রা জানান, ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিছার রহমান খলিল সম্প্রতি নুনগোলার আশোকোলা দক্ষিণপাড়ায় রাস্তার মোড়ে স্থানীয়দের বসার জন্য একটি বাঁশের মাচা নির্মাণ শুরু করেন। যার নাম দেয়া হয় ‘বঙ্গবন্ধু মাচা’। রোববার বিকেলে নেতাকর্মীদের নিয়ে ফিতা কেটে খলিল এই মাচা উদ্বোধন করেন।

সোমবার বিকেলে ‘বঙ্গবন্ধু মাচা’ উদ্বোধনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক সমালোচনা। বেশিরভাগ মানুষ এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে অবমাননা করা হয়েছে বলে মন্তব্য করার পর, রাতে সংগঠন থেকে বহিষ্কার করা হয় যুবলীগ নেতা আনিছার রহমান খলিলকে।

বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন জানান, একটি বাঁশের মাচা তৈরি করে তার সঙ্গে বঙ্গবন্ধুর নাম জড়িয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন খলিল। তাই তাকে যুবলীগের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

/এস এন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply