১১ আগস্ট খুলবে দোকানপাট-অফিস

|

১১ আগস্ট খুলবে দোকানপাট-অফিস

ছবি: সংগৃহীত

করোনা মহামারি নিয়ন্ত্রণে চলমান কঠোর লকডাউন আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে ১১ আগস্ট থেকে দোকান-পাট ও অফিস খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ আগস্ট) মন্ত্রিপরিষদের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়, দোকানিদের অবশ্য ভ্যাকসিন নিতে হবে।

এছাড়া আরও বলা হয়, ১৮ বছর বয়সীদের ঊর্ধ্বে ভ্যাকসিন না নিয়ে চলাফেরা করলে তাদের সাজার আওতায় আনা হবে। এ সময় জানানো হয়, ১১ আগস্ট থেকে সীমিত পরিসরে চলবে গণপরিবহন।

উল্লেখ্য, ঈদের তৃতীয় দিন (২৩ জুলাই) ভোর ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হয়। যা এখনো চলমান। এই সময়ে সবকিছু বন্ধ থাকবে বলেও জানানো হয়। তবে লকডাউনে বন্ধ থাকার কথা থাকলেও পহেলা আগস্ট থেকে রফতানিমুখী সকল শিল্পকারখানা খুলে দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply