সম্পন্ন হলো বিল ও মেলিন্ডার বিচ্ছেদের আনুষ্ঠানিকতা

|

বিবাহ বিচ্ছেদের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো বিশ্বের অন্যতম শীর্ষ ধনী দম্পতি বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চের।
গতকাল সোমবার (২ আগস্ট) ওয়াশিংটনের একটি আদালত তাদের তালাকের আবেদন অনুমোদন করেন।

ইতি ঘটলো বিল ও মেলিন্ডার ২৭ বছরের দাম্পত্য জীবনের। অবশ্য বিচ্ছেদের পরও নাম থেকে গেটস পদবী মুছে ফেলছেন না মেলিন্ডা। মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস নামই বহাল থাকবে তার।

গত ৩ মে আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন তিন সন্তানের জনক-জননী বিল ও মেলিন্ডা গেটস। সুখী ও আদর্শ দম্পতি হিসেবে পরিচিত এ জুটির আকস্মিক বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত চমকে দেয় সারা বিশ্বকেই। আদালতে বিচ্ছেদ চূড়ান্ত হলেও, সম্পত্তি ভাগাভাগির বিষয়ে কোনো মিমাংসা হয়নি।

ধারণা করা হচ্ছে, ১৫২ বিলিয়ন ডলারের মালিক বিল গেটসের অর্ধেক পাবেন মেলিন্ডা। বিচ্ছেদের পরও, সবচেয়ে বড় দাতব্য সংস্থা বিল-মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এর কার্যক্রম অব্যাহত রাখার কথা নিশ্চিত করেছেন তারা দুজন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply