অলিম্পিক বক্সিংয়ে প্রথম স্বর্ণ জয় জাপানের

|

সেন ইরি নারীদের বক্সিংয়ে জাপানকে এনে দিয়েছেন ১ম স্বর্ণ।

টোকিও অলিম্পিকে দারুণ এক কীর্তি গড়লেন জাপানি নারী বক্সার সেনা ইরি (২০)। জাপানের প্রথম নারী বক্সার হিসেবে অলিম্পিকসে স্বর্ণ জয়ের রেকর্ড করলেন তিনি।

জাপানের কোকুগিকান অ্যারেনায় আজ মঙ্গলবার (৩ আগস্ট) নারীদের বক্সিংয়ের ফেদারওয়েট ইভেন্টের ৫৪-৫৭ কেজি ক্যাটাগরিতে ইতিহাস গড়েন ইরি। এই ইভেন্টে ইরির প্রতিদ্বন্দ্বী ছিলেন ফিলিপাইনের নেস্তি পেটেসিও, যাকে সব মিলিয়ে ৫-০ গেমের ব্যবধানে হারান ইরি।।

একই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন যথাক্রমে ব্রিটিশ বক্সার ক্যারিস আর্টিংস্টল ও ইতালির ইরমা তেস্তা।

এবারের অলিম্পিকসে এ পর্যন্ত স্বাগতিক জাপানের অ্যাথলেটরা ১৮ টি ইভেন্টে সেরা হয়েছে। পুরুষ-মহিলা মিলিয়ে বক্সিং ইভেন্ট থেকে এই প্রথম স্বর্ণ জয়ের স্বাদ পেল জাপানিরা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply