বেলারুশের অ্যাথলেট ক্রিস্টসিনা সিমানোসকায়া। ছবি: এনবিসি নিউজ
অবশেষে পোল্যান্ডে আশ্রয় পেলেন কোচের সমালোচনা করে বিপাকে পড়া বেলারুশের অ্যাথলেট ক্রিস্টিয়ানা সিমানোসকায়া।
এর আগে অলিম্পিকে খেলার সুযোগ না দিয়ে তাকে জোর করে দেশে পাঠানোর চেষ্টা হয়েছিলো। রোববার () তাকে দেশে পাঠাতে জোরপূর্বক টোকিও বিমানবন্দরে নেয়া হয়েছিলো। সেখানে পুলিশের সহায়তা নেন ক্রিষ্টিয়ানা। এরপর বিমানবন্দর থেকে ফেরত আনা হয় তাকে।
দেশে ফিরলে তার জীবন হুমকির মুখে পড়বে এমন আশঙ্কায় জার্মানি অথবা অস্ট্রিয়ায় আশ্রয় প্রার্থনা করেছিলেন বেলারুশের এই অ্যাথলেট।
Leave a reply