ভারতের ডুরান্ড কাপে খেলবে মোহামেডান ও শেখ জামাল

|

ভারতের ঐতিহ্যবাহী টুর্নামেন্ট ডুরান্ড কাপে খেলার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশের দুই ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তবে টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ক্লাব দু’টি।

ভারতের সবচেয়ে প্রাচীন এই টুর্নামেন্টের ১৩০তম আসর বসবে সেপ্টেম্বরে। অবশ্য গত এক দশকে এই টুর্নামেন্টে অংশ নেয়নি বাংলাদেশের ক্লাব। কলকাতার বিশ্ব যুব ভারতী স্টেডিয়ামে আসরটি শুরু হবে ৫ সেপ্টেম্বর। ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর। মোট ১৬টি দল চার গ্রুপে লড়াই করবে।

এদিকে প্রিমিয়ার লিগ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তায় মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply