চীনে ফের করোনার বিস্তার বাড়ছে; শঙ্কা ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়ানোর

|

চীনে ফের করোনার বিস্তার বাড়ছে; শঙ্কা ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়ানোর

ছবি: সংগৃহীত

চীনের মূল ভূখণ্ডে কমপক্ষে ৯৮ জনের শরীরে নতুনভাবে শনাক্ত হলো কোভিড নাইনটিন। তাদের মধ্যে ৫৫ জন স্থানীয়ভাবে সংক্রমিত; বাকিরা অন্যান্য দেশ থেকে বয়ে এনেছেন ভাইরাসটি।

সোমবার এসব তথ্য জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। নতুনভাবে বিস্তার ঘটেছে বেশকিছু প্রদেশে। আশঙ্কা ব্যাপক হারে ছড়াতে পারে ডেল্টা ভ্যারিয়েন্ট।

এরমধ্যে জিয়াংসু প্রদেশে স্থানীয় সংক্রমণের হার সর্বোচ্চ। রাজধানী নানজিং-কে বলা হচ্ছে করোনার নতুন হটস্পট।

গবেষণায় দেখা গেছে, হুনান প্রদেশে শনাক্ত প্রথম ১৯টি সংক্রমণের উৎস-ই নানজিং বিমানবন্দর। অবশ্য, নতুনভাবে দেশটিতে করোনার প্রকোপে কেউ মৃত্যুবরণ করেনি।

চীনে মোট শনাক্ত ৯৩ হাজারের বেশি সংক্রমণ। মোট প্রাণহানি সাড়ে ৪ হাজারের বেশি।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply