লকডাউনের মধ্যেও বঙ্গবন্ধু সেতুতে একদিনে টোল আদায়ের রেকর্ড

|

বঙ্গবন্ধু সেতু টোল প্লাজা।

টাঙ্গাইল প্রতিনিধি:

চলমান কঠোর বিধিনিষেধের মধ্যেও বঙ্গবন্ধু সেতুতে একদিনে টোল আদায়ের রেকর্ড হয়েছে। সেতু দিয়ে ৩৭ হাজার ৯৪০টি পণ্য ও গণপরিবহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ৩১০ টাকা।

আজ সোমবার (২ আগস্ট) সকালে এ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল।

তিনি জানান, রোববার (১ আগস্ট) সকাল ৬টা হতে সোমবার (২ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পূর্ব ও পশ্চিমপাড় টোলপ্লাজা দিয়ে বাস, ট্রাক, লড়ি, পিকআপ, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেল মিলিয়ে ৩৭ হাজার ৯৪০টি যানবাহন সেতু পারাপার হয়েছে। এতে সেতুতে টোল আদায় হয়েছে দুই কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ৩১০ টাকা।

এর মধ্যে সেতু পূর্ব টোলপ্লাজায় ২০ হাজার ৫৯৬টি পরিবহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৪ লাখ ১১ হাজার ৭২০ টাকা। আর সেতুর পশ্চিম টোলপ্লাজায় ১৭ হাজার ৩৪৪টি পরিবহনের বিপরীতে হয়েছে ১ কোটি ২৪ লাখ ৪১ হাজার ৫৯০ টাকা টোল আদায় হয়েছে।

এ সংখ্যক যানবাহনের মধ্যে উত্তর ও পশ্চিমাঞ্চলমুখী পরিবহন বেশি সেতু পার হয়েছে।

/এস এন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply