তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
এখন পর্যন্ত কোনো আইপি টিভির অনুমোদন দেয়নি সরকার। চলতি মাসে কিছু আইপি টিভির অনুমোদন দেয়া হতে পারে। এ তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার (২ আগস্ট) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রী।
এ সময় তথ্যমন্ত্রী বলেন, প্রথমত কোনো আইপি টিভিরই অনুমোদন নেই। কারণ আমরা কোনো আইপি টিভিকেই অনুমোদন দেইনি। অনুমোদনের জন্য আমরা আবেদন নেওয়া শুরু করেছিলাম। প্রায় ৬০০ আবেদন জমা পড়েছে। আমরা এ মাসের মধ্যেই কিছু অনুমোদন দেব।
মন্ত্রী আরও বলেন, কর্মক্ষেত্রের কাছাকাছি শ্রমিকদের দিয়ে কলকারখানা চালুর কথা ছিল। তবে কোনো কোনো গার্মেন্টস মালিক দূরের শ্রমিকদের কর্মস্থলে ফিরতে বাধ্য করেছেন, যা মোটেই কাম্য ছিলো না।
/এস এন
Leave a reply