নব্য জেএমবির ২ সদস্য গ্রেফতার

|

নব্য জেএমবির ২ সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম ইউনিট।

নব্য জেএমবির ২ সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম ইউনিট। রোববার সন্ধ্যায় যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা অনলাইন থেকে বোমা বানানো শিখে পুলিশের ওপর আক্রমণ করার পরিকল্পনা করছিলেন বলে জানা গেছে।

আজ সোমবার (২ আগস্ট) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, এই ২ জঙ্গি ১৬ মে সিদ্ধিরগঞ্জের বোমা হামলার সাথে জড়িত ছিল। সম্প্রতি নারায়ণগঞ্জের যে বাসায় মুয়াজ্জিনকে গ্রেফতার করা হয়েছিল তার সাথে এই ২ নব্য জেএমবি জড়িত ছিল। এদের মূল প্রশিক্ষক ছিল জাহিদ হাসান ওরফে বোমা জাহিদ ওরফে রাজু ওরফে ফোরকান। প্রাপ্ত প্রশিক্ষণ মোতাবেক এই নব্য জেএমবি সদস্যরা পুলিশের ওপর বোমা মারার পরিকল্পনা করছিলো। ফোরকানকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, জঙ্গিদের প্রকাশ্যে তৎপরতা না বাড়লেও অনলাইনে তাদের কার্যক্রম বেড়েছে। তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে, তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তারা একত্রিত হতে পারছে না।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply