দেশে রেকর্ড পরিমাণ খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

|

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর খাদ্য গুদাম পরিদর্শনে খাদ্যমন্ত্রী।

স্টাফ রিপোর্টার, নওগাঁ:

দেশে রেকর্ড পরিমাণ খাদ্য মজুত আছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি আরও জানিয়েছেন, যে কোনো দুর্যোগ মোকাবেলায় সরকার সর্বদা প্রস্তুত।

সোমবার (২ আগস্ট) সকালে নওগাঁর পোরশা উপজেলার নিতপুর খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।

তিনি বলেন, দেশের মজুত পরিস্থিতি ভাল হওয়ায় ইতোমধ্যেই ওএমএস কার্যক্রম দ্বিগুণ করা হয়েছে। সেপ্টেম্বর থেকে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করা হবে।

তিনি আরও বলেন, চাল সংগ্রহ ভালো হচ্ছে। কোথাও খারাপ চাল দিলে সেটা রিজেক্ট করা হচ্ছে। কেউ যদি খারাপ চাল সংগ্রহ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ সময় রাজশাহী বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটওয়ারীসহ খাদ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

/এস এন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply