শিমুলিয়াঘাটে ফেরিতে কমেছে যাত্রী, লঞ্চে গাদাগাদি

|

ফেরিতে ভিড় কমলেও লঞ্চে গাদাগাদি করে পদ্মা পার হচ্ছে মানুষ।

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

শিল্প কারখানা খোলার দ্বিতীয় দিনও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি ও লঞ্চ যোগে কর্মস্থলে ফিরছে শতশত যাত্রী।

সোমবার (২ আগস্ট) সকাল হতে কর্মস্থলে ফেরাসহ নানা প্রয়োজনে বিধিনিষেধের মধ্যেও ঢাকা অভিমুখে লঞ্চ ও ফেরিযোগে পদ্মা পারি দিতে দেখা যায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শতশত যাত্রীকে। বিগত দুই দিনের চেয়ে আজ ফেরিতে যাত্রী চাপ অনেকটা কমেছে। তবে লঞ্চে যাত্রী চাপ রয়েছে৷ বাংলাবাজার থেকে ধারণ ক্ষমতার বেশি যাত্রী নিয়ে পদ্মা পারি দিয়ে শিমুলিয়া ঘাটে আসছে প্রতিটি লঞ্চ। এসব লঞ্চে উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরুত্ব।

এদিকে, গণপরিবহন বন্ধ থাকায় শিমুলিয়াঘাটে পৌঁছে জরুরি প্রয়োজন ও কর্মস্থলে ফেরা মানুষদের গন্তব্যে যেতে পড়তে হচ্ছে ভোগান্তিতে। স্বল্পগতির যানবাহনে ভেঙে ভেঙে তারা পারি দিচ্ছে গন্তব্যে। এতে দুই তিনগুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে ।

ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, নৌরুটে বর্তমানে ৩৬টি লঞ্চ এবং ৯টি ফেরি যানবাহন ও যাত্রী পারাপার করছে। বিআইডাব্লিউটিসি শিমুলিয়াঘাটের সহকারী ব্যবস্থাপক মাহবুবুর রহমান জানান, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে আজ ৩টি রো রো, ৫টি মিডিয়াম ও ১টি ছোট ফেরি সচল রয়েছে। গত দুই দিনের চেয়ে যাত্রী চাপ অনেকটাই কম। যানবাহন পারাপার বেড়েছে।

/এস এন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply