তালেবান এবং আফগান লড়াইয়ে ৫ বেসামরিকের মৃত্যু

|

ছবি: সংগৃহীত

হেরাত-কান্দাহার ও লস্কর গাহ’র মতো গুরুত্বপূর্ণ শহরগুলোর নিয়ন্ত্রণ ঘিরে তালেবান এবং আফগান বাহিনীর মধ্যে চলছে তুমুল লড়াই। এখন পর্যন্ত পাঁচ বেসামরিকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে সরকার।

উভয়পক্ষের সংঘাতে কতোটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো অস্পষ্ট। তবে রোববারই (১ আগস্ট) তিন দফা রকেট ছুঁড়ে কান্দাহার বিমানবন্দর ধ্বংসের দাবি করেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

জাবিউল্লাহ মুজাহিদ জানান, সেখান থেকেই চলছিলো মূল অভিযান। রানওয়ে ধ্বংসের কথা স্বীকার করেছে কাবুল সরকারও। দ্রুত সংস্কার করা হচ্ছে এমনটাও নিশ্চিত করে। আফগান বাহিনীর যুদ্ধাস্ত্র এবং রসদ সরবরাহের জন্য ব্যবহার হতো বিমানবন্দরটি।

উল্লেখ্য, মে মাস থেকে আফগানিস্তানের অর্ধেকের বেশি এলাকা তালেবান দখলে নিলেও এখনো হাতে আসেনি গুরুত্বপূর্ণ কোন শহর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply