‘অপরাধ লুকাতে বরাবরই ইরানকে ব্যবহার করে ইসরায়েল’

|

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদেহ্। ছবি: সংগৃহীত

নিজের অপরাধ লুকাতে বরাবরই ইরানকে ব্যবহার করে ইসরায়েল। আরব সাগরে জ্বালানিবাহী ট্যাংকারে হামলার ঘটনাও সেটারই পুনরাবৃত্তি করছে তারা।

রোববার (১ অগাস্ট) এ অভিযোগ তোলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদেহ্।

সাঈদ খতিবজাদেহ্ জানান, এই প্রথমবারের মতো জায়নবাদী রাষ্ট্র ইরানের বিরুদ্ধে অভিযোগ তুললো না। যখনই সুযোগ পেয়েছে, তখনই অস্থিরতা-সন্ত্রাসবাদ-সহিংসতা ছড়িয়েছে ইসরায়েল। বর্তমান পরিস্থিতির জন্যেও দেশটি দায়ী। তবে কিভাবে দেশকে নিরাপদ এবং নিজ জনগণের স্বার্থরক্ষা করতে হয়, সেটা ভালোভাবেই জানে ইরান।

এর আগে মন্ত্রীপরিষদের জরুরি বৈঠকে নৌযানটিতে হামলা চালিয়ে দুই নাবিককে হত্যার জন্য সরাসরি ইরানকে দোষারোপ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। মিত্র যুক্তরাষ্ট্র ও ব্রিটেনও তাতে সায় দেয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৯ জুলাই) ওমান উপকূলে ‘এমভি মার্সার স্ট্রিট’ হামলার শিকার হয়। প্রাণ হারান ব্রিটেন এবং রোমানিয়ার দুই নাবিক। গভীর সাগরে হামলার ধরন এখনও স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে ড্রোন ব্যবহার করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply