কর্ণফুলীতে ভেসে উঠলো মৃত ডলফিনের বাচ্চা

|

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ভেসে উঠলো মৃত ডলফিনের একটি বাচ্চা। নদীর হামিদচর সংলগ্ন অংশে এটি পাওয়া যায়। গত ১৫ জুলাই কর্ণফুলী নদীর ছন্দারিয়া খালে একটি মৃত ডলফিন পাওয়া গিয়েছিল।

রোববার (১ আগস্ট) নগরীর চান্দগাঁও থানার হামিদচর এলাকার কর্ণফুলী নদী থেকে উদ্ধার করা মৃত ডলফিনটির শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। এটি গাঙ্গেয় প্রজাতির উল্লেখ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা রির্সাচ কেন্দ্রের সমন্বয়ক ড. মনজুরুল কিবরীয়া জানান, ডলফিনটি একেবারেই বাচ্চা, বয়স আনুমানিক এক বছর। দৈর্ঘ্য সাড়ে তিন ফুট। প্রাথমিকভাবে ধারণা করছি জেলেদের জালে আটকে এটি মারা যেতে পারে।

ডলফিনটি উদ্ধারের সময় চট্টগ্রাম বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জার মো. ইসমাইল হোসেন ও বন বিভাগের কর্মী অজয় দেব উপস্থিত ছিলেন। পরে এটি সংরক্ষণের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply