৬৫ বছর পর চালু হলো চিলাহাটি-হলদিবাড়ি রেলপথ

|

এ পথে পণ্য পরিবহনে ১৫০ কিলোমিটার পথ সাশ্রয় হবে। সংগৃহীত ছবি।

দীর্ঘ ৬৫ বছর পর আবার চালু হলো চিলাহাটি-হলদিবাড়ি রেলপথে পণ্যবাহী ট্রেন চলাচল। এ পথে পণ্য পরিবহনে ১৫০ কিলোমিটার পথ সাশ্রয় হবে।

রোববার (১ আগস্ট) থেকে এই পথে দুটি পণ্যবাহী ট্রেন চলাচল করবে। শুরুতে ভারত থেকে পাথর ও গম আসবে। অক্সিজেনবাহী ওয়াগনও চলাচল করতে পারে বলে জানানো হয়েছে।

২০২০ সালের ১৭ ডিসেম্বর বাংলাদেশের চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ি পর্যন্ত পণ্যবাহী ট্রেন চলাচলের উদ্বোধন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি।

এর আগে গত ২৯ জুলাই ভারতীয় উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের দুটি ইঞ্জিন ভারতের নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে আসে। পরে হলদিবাড়ি সীমান্ত দিয়ে চিলাহাটি রেলস্টেশনে পরীক্ষামূলক যাত্রা সম্পন্ন করে পুনরায় ফিরে যায় সেগুলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply