গার্মেন্টস খোলায় সংক্রমণ কিছুটা বাড়বে: স্বাস্থ্যমন্ত্রী

|

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সংগৃহীত ছবি।

হঠাৎ করে গার্মেন্টস খোলায় প্রচুর মানুষ ঢাকায় ফিরেছে, এতে করোনাভাইরাস সংক্রমণ কিছুটা বাড়বে বলে আশঙ্কা করছেন স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (১ আগস্ট) দুপুরে মহাখালীতে ১ম বর্ষের এমবিবিএস শিক্ষার্থীদের ক্লাশ উদ্বোধনের এক অনুষ্ঠানে তিনি এই আশঙ্কার কথা জানান। তিনি বলেন, স্বীকার করি আর না করি, দেশে করোনা সংক্রমণ এখনও ঊর্ধ্বমুখী। হাসপতালে নতুন বেড ঢোকানোর জায়গা নেই। তবে এজন্য ফিল্ড হাসপাতাল তৈরির কাজ চলছে বলেও জানান মন্ত্রী।

স্বাস্থমন্ত্রী জানান, টিকার সংকট আপাতত কেটে গেছে। ১ সপ্তাহের মধ্যে ১ কোটি মানুষকে টিকা দেওয়া হবে। বয়স্কদের প্রাধান্য দিয়ে এই টিকা কার্যক্রম চলবে বলে জানান মন্ত্রী। এমনকি আইডি কার্ড না থাকলেও বিশেষ ব্যবস্থায় টিকা দেওয়া হবে।

এছাড়া, গর্ভবতী মায়েদের টিকা দেওয়ার ব্যপারে টেকনিক্যাল কমিটি কাজ করছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply