ফাইল ছবি
আজ সোমবার (২ আগস্ট) থেকে রাজধানী ও ঢাকা জেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকাদান শুরু হবে।
রোববার (১ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বুলেটিনে টিকাদান কর্মসূচির কর্মকর্তা ডা. মো. শামসুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী সপ্তাহ থেকে দেশের সকল জেলায় থেকে এ টিকা দেয়া হবে। দ্বিতীয় ডোজ পাননি এমন মানুষের সংখ্যা প্রায় সাড়ে ১৫ লাখ। দ্বিতীয় ডোজ যারা পাননি তাদের কাছে স্ব স্ব কেন্দ্র থেকে ক্ষুদে বার্তা পাঠানো হবে। জাপান সরকারের দেয়া ১০ লাখের বেশি অ্যাস্ট্রাজেনেকার টিকা রয়েছে বলে জানান শামসুল ইসলাম।
আগামী কয়েকদিনের মধ্যে আরও ছয় লাখ ডোজ টিকা দেশে আসবে বলেও জানান তিনি।
ইউএইচ/
Leave a reply