ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় মৃত্যু একশত ছাড়ালো

|

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগজনক হারে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ইতোমধ্যে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা একশত ছাড়িয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকেই জেলায় করোনা সংক্রমণ বাড়তে থাকে। ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬৫৪ জন। গত ২৪ ঘণ্টায় প্রাপ্ত করোনা পরীক্ষার রিপোর্ট অনুযায়ী সংক্রমণের হার ৫৬.৩০ শতাংশ। বর্তমানে আইসোলেশনে আছেন ২ হাজার ৮৬৫ জন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ জানান, গত ২৪ ঘণ্টায় ১১৯ জনের নমুনা পরীক্ষা করে ৬৭ জনের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। এছাড়া রোববার দুপুর পর্যন্ত মোট মারা গেছে ১০১ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply