কে হবেন উসাইন বোল্টের উত্তরসূরি!

|

টোকিও অলিম্পিকে পুরুষদের ১০০ মি. স্প্রিন্ট অনুষ্ঠিত হবে আজ সন্ধ্যায়।

অলিম্পিকের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের লড়াই আজ। উসাইন বোল্টের উত্তরসূরি নির্বাচিত হবেন আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে।

টানা তিন অলিম্পিকে স্বর্ণ জয়ের পর অবসর নিয়েছেন উসাইন বোল্ট। বোল্ট না থাকায় তার উত্তরসূরি হিসেবে ১০০ মিটার স্প্রিন্টে নজর কাড়তে যাচ্ছেন বেশ কয়েকজন অ্যাথলেট। হিটে ৯ দশমিক ৯১ সেকেন্ড সময় নেয়া কানাডার আন্দ্রে দে গ্রাসে আছেন সে তালিকার শীর্ষে।

সবশেষ অলিম্পিকে ব্রোঞ্জজয়ী এই অ্যাথলেট বোল্ট পরবর্তী যুগে বিশ্বরেকর্ড গড়ার প্রধান দাবিদার। এছাড়া মার্সেল জেকবস, ইনোখ আদেগোকে, ইয়োহান ব্লেক ও রনি বেকারের মধ্যে হবে জমাট লড়াই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply